শহীদের আত্মত্যাগে পাওয়া
মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা,
আমরণ কৃতজ্ঞতা ও শ্রদ্ধাঞ্জলী দিয়ে স্মরণ করি
ভাষা আন্দোলনের শহীদের স্মৃতি কথা।
রাষ্ট্র ভাষা বাংলা চাই ধ্বনিতে যখন
পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত
দেশে মাতৃত্বের টানে ঐক্যবদ্ধ সবাই
এ খবরে পাক দুসরা চিন্তিত।
চিন্তাহীন থাকার তাগিদে
মুখ্যমন্ত্রী নুরুল আমিন সরকার জারী করলেন ১৪৪ ধারা
সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ
হাজারো ছাত্র জনতা একুশের গর্জনে দেখালেন
আমরা মায়ের ভাষায় কথা বলতে চাই
দেখি বাধা দিতে আসে কারা।
বাধার দেয়াল চারখার করে
ভঙ্ঘ করেছে জারী
সারা বিশ্বকে অবাক করে দেখিয়েছে
ভাষার অধিকার আদায়ে আমরা প্রাণও দিতে জানি।
আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি গানে-
জাগরিত করেছে মুক্তিগামী স্বাধীনতা সংগ্রাম
বাঙালী পাক দুসরদের কঠোর হস্তে দমনে
নতুন পতাকা আনয়নে চেষ্টা করেছে আপ্রাণ।