সালাম, বরকত, শফিউর, রফিক, জব্বার
যেন কবর থেকে করছে চিৎকার
গর্জে উঠো আরেক বার
এ সংগ্রাম আমাদের গণতন্ত্রকে রক্ষা করার।

বাক স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য
কত মানুষ অকালে প্রাণ দিল
গণতন্ত্রের গেইটের দরজা আজ তালাবদ্ধ
এমন পরিস্থিতির বাংলাদেশে
শহীদদের ত্যাগের বিনিময়ে কিবা পেল।

আজ পথেঘাটে মানুষ খুন
জঙ্গিবাদের প্রকাশ্যে মানুষ খুনের পরিকল্পনাকেও
হার মানাচ্ছে,
জাতির কি প্রতিবাদের ভাষা জানা নেই
রাঘব বোয়ালরা দেশটাকে মায়ের ভোগে পাটাচ্ছে।

তবে কি শহীদের রক্ত বৃথা যাবে
রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশে,
গণতন্ত্র নামধারী রাজনৈতিক ব্যবসায়
সাধারণ জনতা আজীবন কি যাবে ফেসেঁ?