আমরা কেমন দেশে আছি
দিন দুপুরে ছিনতাই মানুষ খুনে টনক নড়েনা কারো
যেন পাগলা গারদে বসবাস করছি
মারো নতুবা মরো।
যে দেশে মানবতার দাম নেই
আমরা কেমন দেশে আছি
জনগণের অর্থ লুটপাট করা,
মহান মুক্তিযুদ্ধের সনদ জালিয়াতের দাম বেশী।
ঘরে বাইরে প্রাণ নাশের হুমকি
আমরা কেমন দেশে আছি
ইচ্ছে জাগে রঙিন পৃথিবী দেখার স্বাদ
মৃত্যুরশঙ্কা নিয়ে মন চায়
আরো কিছুদিন বাঁচি।
আমরা কেমন দেশে আছি
যে দেশের যোগ্যতার কোন দাম নেই
যোগ্যতার জলাঞ্জলী দিয়ে ঘুষে চাকরী মিলে
সরকারী বাবুদের হ্যালোর দাম বেশী।
আমরা কেমন দেশে আছি
এমপি, মন্ত্রী, সরকারী বাবুদের
বিলাস বহুল জীবন দেখে আমার মনে হয়
এটি দেখে শুনে জনগণের পেটে
লাথি মারা ছাড়া কিছুই নয়।