স্বাধীনতা অর্জনের চেয়ে
স্বাধীনতা রক্ষা করা কঠিন
এ স্বাধীনতা অর্জনে প্রাণ দিয়েছে
লক্ষ বালক, জোয়ান, প্রবীন।
সরকারী বাবু, এমপি মন্ত্রীরা
রাত কাটান শীতাতপ নিয়ন্ত্রিত রুমে
লক্ষ শহীদে অর্জিত লাল সবুজের বাংলাদেশে
হাজারো জনতা রাতকাটান পুটপাতে
দিনাতিপাত করেন অর্ধাহারে, উপবাসে।
এ কেমন স্বাধীনতা!
হাজারো বৃদ্ধ মুক্তিযোদ্ধার
একটুখানী শ্রদ্ধা, যুদ্ধ সম্মানে সনদ জোটেনি
টাকার প্রভাবে শান্তি কমিটির সদস্যের সনদ মিলে
বিবেকবানদের কাছে আমার প্রশ্ন
বঞ্চিত বাংলার শ্রেষ্ট সন্তানেরা কি যুদ্ধ করেনি?
এ কেমন স্বাধীনতা!
Money is the 2nd god
সরকারী বাবুদের খুবই মনে ধরেছে
তাই স্বদেশ রক্ষার পবিত্র দায়িত্ব কলক্ষিত করে
ঘুষের টাকায় রাতারাতি টাকার পাহাড় গড়েছে।
এ কেমন স্বাধীনতা!