কালো রাত
সুব্রত দাশ আপন
নিস্তব্ধতার ঘোরে আজ বাঙালী জব্দ
নির্বাক লক্ষ শহীদে অর্জিত এ স্বদেশ
স্বাধীনতা আজ শত্রুর পায়ে মাথা নত
দেশের এ চরম দশায় শহীদরা রয়েছে বেশ।
স্বাধীনতা আজ বিক্রি হয়েছে
বাড়িয়েছে রক্তপিশাচর হাত
বাঙালী আজ চোখ খুলে ঘুমাচ্ছে
ভূলতে বসেছি কি সেই কালো রাত!
স্বাধীনতার আজ বন্দীদশা
যুদ্ধাপরাধী নরকেরকিটের হাতে
তারাই আজ মাথা উচু করে আছে
যারা মানুষ হত্যা করেছে নির্বাচারে
সেই কালো রাতে।
নির্বাক আজ বাঙালী জাতি
যেন প্রতিবাদের ভাষা নেই মুখে
বাঙালী যেন ভূলতে বসেছে
শহীদরা ৫২, ৬৯, ৭১’এ শত্রুর বিরুদ্ধে
কিভাবে দাড়িয়েছিল রুকে।
বিহবল চিত্তে আজ শুধুই থাকিয়ে থাকিয়ে দেখা
না জানি যখন বন্দী শৃঙ্খল হতে মুক্ত হয়ে
স্বচক্ষে দেখব স্বাধীনতার সোনালী রুপরেখা।