এখন যত সখ্যতা রাতের সাথে,
মিট মিটিয়ে জ্বলতে থাকা তারার সাথেই যত আলাপ।
কখনো ভয়ানক নিঃসঙ্গ চাঁদ, কখনো বিষাদী চাঁদের অপেক্ষায় বিরহী আমাবস্যা!
রাতের সাথেই যত মিতালী।
আসে, কয়েক ঘণ্টা থাকে, আবার চলে যায়।
মাঝে মাঝে জোনাকিদের সাথে মিথ্যে লুকোচুরি,
ঝি ঝি পোকার ডাক,
আঁধারের আরাধনা করে করে ক্লান্ত যখন!
আলো আসে!
রাতের সাথেই যত মিতালী।
কি বললে? "নিদ্রা"
সেটা আবার কি?