কি হয়েছে আমার?
কেন এতো বিষাক্ত সব কিছু?
কেনো প্লাবন খেলে যায় দুচোখে,
একটা ভয়ংকর অতীত কেন মনে বাসা বেঁধে থাকে।

আতঙ্কিত আমি, মুক্তির পথ খুজে বেড়াই।
এক মায়াবী ধুম্রজাল ঘিরে রাখে,
আমার অতৃপ্ত, অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায় তৃষ্ণার্ত।
পাইনা খুজে গন্তব্য।

ভয় আছে আসবেনা আমার কাছে!
হয়ত আমার অজান্তেই তুমি বলি হয়ে যাবে আমার মাঝে।
আমার কিছুই করার থাকবেনা।
আমি আত্ম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি,
ভালোবাসা থাকলেও তা প্রকাশের শক্তি নেই।
এখন আমি ভালোবাসায় অভিশপ্ত।

মাঝে মাঝে নিজের অস্তিত্বকে বিশ্বাস করতে কস্ত হয়,
একি সত্ত্বা সর্বদা হাসে খেলে আমার মাঝে?
এ কোন মায়ার টানে আমি পথ হারা?
কি ভালবাসায় আমি আত্মহারা!

কবে ফিরে পাবো আমাকে আমি?
বলবে......?