শীতের চাদর মুড়ে
গিয়েছিলাম তোমার বাড়ির দুয়ারে
গন্ধ শুঁকে শুঁকে সেই তিন মাইল হেঁটে
কুয়াশা ভেদে
খট- খট -খট তিন বার আঘাতে
খুললে দুয়ার রক্ত চোক্ষু নিয়ে,
কাঁচুমাচু হয়ে
দু হাত কচলে বললাম তোমায় ক্ষীণ স্বরে-
স্বপ্নে বড়ই করছে জ্বালাতন, পেট চোঁ চোঁ করে
পারিনি থাকতে
কম্বলের নীচে,
তাই এলাম ছুটে তোমার দুয়ারে।
দেবে কিনা বলো তাই, ভাপা পুলি পিঠা ছাই
যদি না দাও, কুয়াশা ভেদে আবার এক্ষুনি ছুটে যাই
খুঁজে নেবো স্বপ্নের মাঝে, সুখো-নিদ্রায় কম্বলের নীচে।