দেয়ালের উপর কিছু স্মৃতি
ঝোলানো, ধুলোর চাঁদরে ঢাকা,
আবদ্ধ ঘরের অতিথি
সযতনে বুনে যাওয়া জালে
বন্ধি করে রেখেছে, তবুও-
মলিন হয়নি এতটুকু,
আজো তেমনি ঝুলছে-
স্মৃতিগুলো রংচটা দেয়ালে।
ইচ্ছে জাগেনা মনে, ধুলোর চাঁদর ঝেড়ে
স্মৃতি রোমন্থনে, দাবিয়ে রাখা
কষ্টগুলোর সলতে আগুন জ্বালাতে।
ঘুমিয়ে আছে, থাক না তাই
ধুলোর চাঁদর মুরে রংচটা দেয়ালে।