আমাদের ইচ্ছেতেই আমাদের পাপ
দগ্ধ করে আগুনের স্ফুলিঙ্গের মত,
অন্ধকারের প্রভুর ইশারায় জ্বলছি অবিরত
জ্বালাচ্ছি দিগ্বিদিক জ্ঞানশূন্য পাপিষ্ঠসম।
গভীর মৃত্যু আলিঙ্গনে ভরে না প্রাণ
মৃত্যু ক্ষুধা বেড়ে যায় বহুগুণে,
মনের ইচ্ছেতেই জন্মে পাপ
জ্বলে স্ফুলিঙ্গসম অন্ধকারের প্রভুর ইশারায়।
মুক্তির সাধ কোথায় কোন অন্ধ কূপে?
বলে না কেও সঠিক নিরূপণে।
তবুও মনের ইচ্ছেতেই মনে জাগে পাপ,
অন্ধকারের প্রভুর ইশারায় জ্বলছি, জ্বালাচ্ছি অন্তপ্রাণ।