বেশ'তো ভালো ছিলে, ক্লাসরুমে ভালো ছাত্র হয়ে।
কিংবা কোলের ওপর ল্যাপটপ নিয়ে
ক্যাম্পাসের বারান্দায় বন্ধুদের নিয়ে খুনসুটি,
অথবা ফুড কোর্টের এক কোণে
বন্ধু কিংবা বান্ধবীকে নিয়ে রঙিন আকাশে
ভাবনার ফানুস ওড়াতে।
সময় যেতো বয়ে আনন্দের গড্ডালিকা বেয়ে।
বাড়ি ফিরে মায়ের মমতা মাখা হাতের মাখা-ভাত মুখে তুলতে তুমি।
কিংবা বাবার পাশে বসে ক্রিকেটি লড়াই দেখতে স্ব-উল্লাশে!
বেশ'তো ভালো ছিলে!
কে বলেছে তোমায় অন্যায় ভরা ঘরে মাথা গলাতে?
বিদ্রোহী হয়ে রাস্তায় নামতে?
মাথায় পতাকা জড়ানোর অধিকার কে দিয়েছে তোমাকে?
তুমি কি দেখেছো ৭১'এর সেই রক্তের বন্যা?
দেখেছো কি নিগৃহীত মা-বোনের ভয়ার্ত লুকোনো মুখ?
তবে কেন এত চিৎকার, এত প্রতিবাদ!
কে কোন গাড়িতে, কেন জাতীয় পতাকা ওড়াল, দাবরালো দেমশয়।
কী এসে যায় তাতে তোমার? কিছু এসে যায় না।
কেন তুমি নষ্ট তরুণ হবে!
দাও না ছেড়ে সেসব বিবেকহীন রাজনীতিবিদদের হাতে,
যারা করেছে দেশ স্বাধীন পাকিস্তানী হায়নাদের কাছ থেকে,
রাজাকার আল-বদর তো আর পাকিস্তানী নয়-
বসলোই বা তাদের পাশে, নেতা কিংবা মন্ত্রি হয়ে।
কেন এত গাত্রদাহ তোমার?
চোখ বুজে থাকো। চুপটি মেরে থাকো, সয়ে যাও সবকিছু,
যেমনটি সয়ে ছিল ৭১' পূর্ববর্তী প্রজন্ম!
বেশ'তো ভালো ছিলে ! তবে নষ্ট তরুণ কেন হলে !