মাগো- তুমি শেখাও এখন
অন্য রকম ছড়া
যে ছড়াতে শেখা যাবে
নূতন দেশ গড়া।
ঘুম পাড়ানী ছড়া এখন
লাগে না যে আর ভালো
ঘুম তাড়ানি ছড়া তুমি
শেখাও আরো আরো।
ভয়গো' মা পাই না আর
ভুত প্রেতের ভয়ে
লড়াই করার সাহস যোগাও
ছড়ার থরে থরে।
অনেক কেঁদেছি গহীন আঁধারে
তোমার আঁচল ধরে
চুপটি করে চোখ মুদেছি
ঘোর অন্ধকারে।
মন যে আর দেয় না সাড়া
ভয়ে কুঁকড়ে যেতে
বিবেক আজ দেয় যে নাড়া
দেশ শুদ্ধির কাজে।
তাই তুমি শেখাও আমায়
ঘুম তাড়ানি ছড়া
ভুত প্রেত তাড়িয়ে আমি
গড়বো বসুন্ধরা।