ছোট ছোট কথা,
মনের ব্যকুলতা
হল না তো বলা,
সময় হল সারা।
স্বপ্নগুলো ভাসে
নীল নীল আকাশে,
সাদা মেঘে চড়ে
যায় সে কোন সুদূরে?
ভ্রমরেরা কথা বলে
ফুলে ফুলে কানে কানে
ইচ্ছে হয় ছলা-কলে
তাই যদি হত তারই সনে?
রাত্রি গভির হলে
ঝিঁঝিঁ-কোলা'র কোলাহলে
মন ভার ব্যকুলতায়
কাছে পাবার আকুলতায়।
স্বপ্ন স্বপ্নই হয়ে রয়
কত জ্বালা এ দেহে সয়?
ঝুম ঝুম আয় ঝেপে ঝেপে
ঘুম দিয়ে যা মেপে মেপে।