বিনা বাক্যে আমি ছেড়ে চলে এসেছি
পাছে চোখের জল বাঁধা হয়ে দাঁড়ায়,
আড়ালেই রেখেছি অশ্রুধারা, বুঝতে দেইনি
এ যেন মৃত্যু পরওয়ানা জারি, মেনে নিয়েছি।
বলল, এ বিভাজিকা সার্বজনীন,
হবার ছিল তাই, মেনে নাও, নিয়েছি তাই।
বললাম- যাও, সুখি হও, আমি বিনা
আপন নীর গড়, আপন মহিমায়।
যদি ভুলে যেতে পারো আমাকে, ক্ষতি নেই।
তোমাকে দেয়া আমার উপহার
যা দিয়েছিলাম অন্তঃকোণ থেকে
সে ছিল শুধু ভালোবাসা, নয় সে কামনা।
দিয়েছো আমায় অনেক উজার করে
যতনে রেখেছি অন্তঃকোণে, পিঞ্জরে
না হোক সে দীর্ঘ সময়, লালন করবো
আমৃত্যু, সে কি ভুলবার, অমুল্য স্মৃতি।
বিদায় ক্ষণের সেই বিদায়ী আলিঙ্গন
আজো ক্ষত এঁকে রেখেছে হৃদয়ে
কখনো-সখনো বাঁধ ভাঙা রক্তক্ষরণ
মেনে নিয়েছি নিয়তি ভেবে।
বিনা বাক্যে চলে এসেছি সে দিন
আজও দাঁড়াই নি কোন অধিকারে।
দূর থেকে দেখেছি শুধু, আর
বুঝতে চেয়েছি, ঠিক কতটা বদলেছ তুমি।