পূর্ণিমা,
আমি তোমাকে ভালোবাসি,
তোমার জোছনার আলো পুলকিত করে আমাকে
শিহরণ জাগায় মনে।
আমি হারিয়ে যাই সেই দিন গুলোতে, যেখানে
প্রিয়া আমার পাশে বসে আমারি হাত ধরে
তোমার স্নিগ্ধতায় আমাকে মেখে দিত
গভীর ভালোবাসায়।
পূর্ণিমা,
কতো না দিয়েছি তোমার উপমা প্রিয়ার রূপে'তে আমি
তার স্নিগ্ধ হাসিতে, চোখের তারার সাথে
কখনো বা দিয়েছি পড়ে টিপ তার কপলে তোমার মতন করে।
আজ সে দূর পরবাসীনী,
অশ্রু ভেজা চোখে চেয়ে দেখি তোমার
জোছনার আলোকচ্ছটা চারিদিক আমার
ক্ষত বিক্ষত হৃদয় শত চ্ছিন্ন রূপে তারই কথা ভেবে।