ভোরের স্নিগ্ধ আলো যখন
জানালার গ্রিল গলে চোখের পাতায় ছুঁয়ে যায়,
বারান্দার টবে সদ্য ফোঁটা
গোলাপের মিষ্টি গন্ধ নাক স্পর্শ করে
হৃদয় নিংড়ে দেয়, মনে পড়ে তোমার কথা
এখনো ঘুম ভাঙ্গে তোমার কথা ভেবে।
বেড-সাইড টেবিলে রাখা চায়ের ঘূর্ণিতে
তোমার চোখের কাঁপন আমি দেখতে পাই
ঠোঁটে চায়ের উষ্ণতায় অনুভব করি
তোমার ঠোঁটের উষ্ণতা আমার ঠোঁটে ।
খবরের কাগজের লেখা গুলো যেন তোমারই কথা বলে
রাজনিতীবিদের কঠিন কথা গুলো, তোমার দেয়া কষ্ট গুলো
মনে করিয়ে দেয়।
কিম্বা সকালের তীব্র রোদের জ্বালা শেল-সম বিঁধে
আমার প্রাণে, যেমন কষ্ট দিয়েছো আমায়
একান্ত আপন ভেবে।
বিশ্বাসের কিছু আশা শুনতে পেয়ে ছিলাম হয়তো।
ডানায় ভেসে প্রজাপতি যে বিশ্বাসে গোলাপের পিছু ছোঁটে
আমি সেই বিশ্বাসের পিছু ধেয়ে পেয়েছি শুধু
গোলাপের কাঁটা, শুভ্রতা নয়... ।