আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে ভালোবাসতে হয়।
আমি তোমাকে শিখিয়ে দেবো কি করে গোলাপ ফোঁটাতে হয়
মাটি নিংড়ে দিয়ে পরম মমত্তে জৈবের বিকিরণে
চারা থেকে গাছ হয়ে গোলাপ প্রস্ফুটিত হয়,
তেমনি করে আমি তোমাকে শেখাবো কে'মনে ভালোবাসতে হয়।
আমি শেখাবো তোমাকে কেমন করে স্বপ্ন আঁকতে হয়।
ভালোবাসার ভেলায় চড়ে সুখ-কষ্টের সময় পাড়ি দিতে হয়
মেঘেরা যেমন গোমড়া হয়ে দল বেঁধে আড়ালে রাখে সূর্য'কে
জোছনাকে নেয় হরণ করে চন্দ্র থেকে, সে ক্ষণ কালে,
রুদ্র প্রতাপে ফিরে আসে আবার জোছনা চাঁদেরই মাঝে
তেমনি করে আমি বলবো তোমায় কেমনে ঘর বাঁধতে হয়।
ভালোবাসা শিখতে হয়, ভালোবাসতে জানতে হয়
মন নিয়ে আর নয় তো কোন খেলা,
মন কে তাই করো না অবহেলা।