মনের অজান্তেই কখন যে নিজেকে বন্ধি করেছি
আলো-আঁধারি ছোট্ট এই প্রকোষ্ঠে
জানা হল না-
চেতনা ফিরে পেতেই হারিয়েছি মুক্তির পথ।
আজ বড্ড একা-
জানালার ওপাশে মনোরমা-তরুণীর দল
একমাত্র সাথী- রবির আগমনের পূর্বক্ষণ থেকেই,
রবির অগ্নি রূপ দেখে একসময় তারাও পালিয়ে যায়
আমায় একলা রেখে ছোট্ট এই প্রকোষ্ঠে-
যখন বড্ড একাকী- মনের আবেগকে বশে আনতে ব্যর্থ
মনের অজান্তেই ক'ফোঁটা অশ্রু বিন্দু ঝরে পরে
কখন বা বিক্ষুব্ধ সাগরের অশান্ত ঢেউ'এর মতই বিক্ষুব্ধ হয়ে ওঠে মন,
-আর বাঁধ ভাঙা জল বয়ে যায় দু'আঁখি জুড়ে।
ইচ্ছে হয় সবকিছুকেই বলি-অনেক হয়েছে-
এখন বিদায় বলার পালা-
কখনো কখনো নিকোটিনের স্বাদ নিয়েছি জল মিশিয়ে
কখনো বা রজ্জুটা জড়িয়েছি আপন কন্ধরে-
শূন্যে ভাসবো জেনে।
তবুও আসেনি মুক্তি-
এখনো দেখা মেলেনি মুক্ত হাওয়ার-
মনোরমা-তরুণীর দল আসে নি ফিরে আর-
তাই আজো আমি বড্ড একা-
আলো-আঁধারি ছোট্ট এই প্রকোষ্ঠে।