এ শহরের বুকে দুঃখ নেমে এসেছে
শহরের আকাশটিও আজ ধূসর হয়ে গেছে;
সূর্যও নিজেকে মেঘের ভাঁজে হারিয়ে ফেলেছে;
মানব মুখ ফ্যাকাশে হয়ে গেছে;
দিন্তের পাখিগুলো নীড় হারিয়েছে;
বৃক্ষগুলোও আজ মাটিতে লুটিয়ে পরেছে;
এ শহরের বুকে শত বছরের দুঃখ নেমে এসেছে।

পুনরায় হাসবে মোদের দুঃখের শহর
সেদিন সকল দুঃখ হারিয়ে যাবে;
স্বাভাবিক হবে শহরবাসীর জীবন;
হয়তো সেদিন সবাই দুঃখকে ভুলে যাবে!

-০৩.১১.১৭