নিস্তব্ধ দুপুর
রেলিঙ্গের এক ধারে একটি শালিক বসে ছিল
হঠাৎ সেও উড়ে গেল।
অতঃপর আমি বই হাতে-
তার জায়গা দখলে নিলাম।
তখন চারদিক জনশুন্য ছিল
একাকী আমি বই হাতে চিন্তার জগতে ডুবে ছিলাম
জনশুন্যতার পরেও-
কিছু কথা মস্তিষ্কের কোঠরে ভেসে আসছিল।
হঠাৎ পাশে তাকিয়ে দেখলাম
কিছু অতৃপ্ত আত্মা চেয়ে আছে আমার দিকে
তাদের উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দিলাম “কী চাচ্ছ” ?
সকলে চেঁচিয়ে বলে উঠলো-প্রতিশোধ।
প্রতিশোধ!কিসের প্রতিশোধ?
কেউ চেঁচিয়ে চাইলো ধর্ষনের প্রতিশোধ,
কেউবা চাইলো খুনের প্রতিশোধ,
কেউ চাইলো রাহাজানির প্রতিশোধ,
কেউবা চাইলো রক্ষকবেশে ভক্ষকদের ভক্ষনের প্রতিশোধ।
আমি নির্বাক হয়ে গেলাম
অতঃপর তাদের উপেক্ষা করে-
বই হাতে আবার কল্পনার জগতে ডুবে গেলাম।