আমি আজ আমাতে নেই
হারিয়ে গেছি পুরানো স্মৃতির মাঝে
সেই ছোট্ট মেয়েটির কাছে
যে চোখের ইশারায় বলতো ভালোবাসি।
আজ আমি হারিয়ে গেছি দক্ষিনা সেই পুকুর ঘাটে
যেথায় নিজেকে সপে দিয়েছিলাম তারি হাতে;
হারিয়ে গেছি সেই পড়ার টেবিলে
যেথায় অংকের ছলে ভালোবাসার হিসেব হতো;
হারিয়ে গেছি সেই খেলার মাঠে
যেথায় খেলার ছলে ভালোবাসার খেলা হতো;
হারিয়ে গেছি সেই সাপ-লুডোর কোর্টে
যেথায় ভালোবাসার মায়াজাল বিছানো হতো;
সত্যি আজ হারিয়ে গেছি পুরানো স্মৃতির মাঝে
যাদের মনে করে আমার রোজকার সকাল সন্ধ্যা সাজে।