আজ বৃষ্টি দেখলেই মনে পড়ে সেই মায়াবী চোখ যুগলকে।কাজল কালো সে চোখে কি লেখা ছিল- কোন দিন বলেনিতো কেউ আমায়।আর আমি?ব্যর্থ প্রেমিক বলে-
বুঝতে পারিনি সে চোখের লেখা।
অতঃপর বর্ষার জলে মুছে গেছে সে লেখা।
বুক ভেঙেছে আমার,কালো মেঘ জমেছে হৃদয়ের আকাশে।
এখনো সেই মেঘ থেকে বৃষ্টি ঝড়ে।
বৃষ্টির জলে ভিজে ওঠে মোর হৃদপিন্ড,রক্ত শরীরের মাঝে সমুদ্রের মতো ঢেউ খেলা করে,মস্তিষ্কের মাঝে স্মৃতিরা বজ্রপাতের আঘাত হানে।
তখন মোর সমস্ত শরীর অসাড় হয়ে যায়,শুধু চোখ দুটো খুঁজে বেড়ায় সে না পড়া চোখ যুগলকে।
অতঃপর বুঝতে পারে মোর মেঘলা হৃদয়-
কোন এক ঝড়ো বিকেলে সে হারিয়ে গেছে বিপন্ন সংসারে।
যেথায় আলোক রেখা,ঝড়ো-হাওয়া,রোদ্দুরের রঙ কিছুই পৌঁছে না।
শুধু পৌঁছে সেই ব্যথিত হৃদয়ের কান্নার আওয়াজ।
তাইতো মোর হৃদয় খানি এখনো নিঃশব্দে কাঁদে।