একদিন বিদায় নিবো ধরাধাম থেকে
নিথর দেহ খানি পড়ে থাকবে কবরের মাঝে
শুককীট আক্রমন করবে সে দেহ খানি।
হঠাৎ কোন একদিন কবরের পাশে তোমারি আগমন ঘটবে
সেদিন কী তুমি কান্না করবে?
কবরের রেলিং টিকে কী আদুরে হাতে ছুঁয়ে দিবে?
আচ্ছা সেদিন তোমার কোন কথাটি আগে মনে পড়বে?
আমার লেখা কোন অপ্রকাশিত কাব্যের ভাঙা লাইন-
নাকি তোমার মধু মাখানো ঠোঁটে প্রথম চুমু খাওয়া দিনের কথা?
যদি এসব মনে পরে তবে কাঁদবে না তুমি।
ঈশ্বরের দিব্যি!সেদিনও তোমার কান্না সহ্য হবে না।
সেদিন তুমি কাঁদলে-
কবরের মাঝ থেকেও কান্নার আওয়াজ ভেসে আসবে
সমস্ত পৃথিবীর বুক দিয়ে তুফান বয়ে যাবে
তাইতো সেদিন তুমি কাঁদবে না!