সফেদ সমুদ্র—
তোমার এত দুঃখ কেন?

তোমার গভীরতা চেপে রেখে
উত্তপ্ত মরুর বুকে আঁচরে পড়ো কেন?

মৃদু ঢেউয়ে বালুকণাকে আলিঙ্গণ করে
কোন ব্যথায় রোজ কাঁদো?

তোমার বুকে কত কপোত ঝাপটে কুড়ায়— সুখ
কত জীবন মহা-উল্লাসে করে বিচরণ— উন্মুখ

কোথা থেকে আনো তুমি
এত বিষাদ, এত যন্ত্রণা?

নিমগ্ন রজনীতে তোমার তীরে বসে
শুনি তোমার গান, মৃদু শোকের।

কেন তুমি একাকী,
এত বিশাল হয়েও ক্ষুদ্রকে ডাকো?

সফেদ সমুদ্র— বলো তো,
কেন তোমার চোখে মেঘ?

কেন তুমি কাঁদো প্রতিটি রাতে?
কিছু নক্ষত্রের টুকরো তোমার বুকে ডুবে যায়
সেগুলো খুঁজে বেড়াও তুমি— প্রতি রাতে।