হেমন্তের হিম ঝরে ফুলে ফুলে,
সে ফিরে এলে—
হালকা সবুজাভ সাদা রঙের ছাতিম ফুলের ঘ্রাণে
আমি দাঁড়িয়ে রয়েছি দণ্ড কলস হয়ে;
সৌন্দর্যপিপাসু আমার হৃদয় ও মন তৃপ্ত হয়ে ওঠে।

হেমন্তরাতের শীতল বাতাসে পেঁচার মতো
স্বচ্ছ চোখের চাহনি—
বাঁশপাতার শীষ বাজিয়ে যে শশী দিশেহারা
আমি স্থিরচিত্তে দেখিতেছি মুক্তার মতো শিউলি;
নীলকণ্ঠ পাখির মতো উড়িতেছি রৌদ্রের আকাশে।

মৃত্যু ক্ষুধা পেরিয়ে যে প্রাণ তোমাকে চাহিয়াছে
তবু— সে গভীর বিস্ময়ে টের পেয়েছে
তুমি এই পৃথিবীতে র’য়ে গেছ।