স্বাধীনতা তুমি বিদায় নিয়েছো কবে?
আমি তোমার অপেক্ষায় রাজপথে বুকের তাজা রক্ত দিলাম
আমার বোন দিল সম্ভ্রম, পাথর চোখে মায়ের আর্তনাদ!
এতো কিছুর পরেও বাবা যখন তোমার প্রার্থনায়
তখন তুমি নাকি তাকে বিবস্ত্র করে রাস্তার মোড়ে প্রদর্শন করেছো?
স্বাধীনতা তুমি কবে বিদায় নিয়েছো!
নাকি তুমি পরাধীন থেকেই আমাকে ঘর থেকে বের করেছো?
কেন করলে? এমনটা কেন করলে জবাব দাও?
তাহলে কী ধরে নিব—
যুদ্ধে লাশ পাওয়া যায়, তবু—
তোমায় পাওয়া যায় না?