আমরা কী— ভুলতে বসেছি স্বাধীনতা?
কি ভাবে পেয়েছি স্বাধীনতা কিংবা ‘স্বাধীনতা’ বাক্যটি?
আমরা কি ভুলে গিয়েছি— শহীদের রক্তে রঞ্জিত জন্মভূমি?
স্বাধীনতা কী শুধু একটি শব্দ? না—কি একটা স্বপ্ন, একটা প্রতিশ্রুতি?
আমরা কি সত্যিই স্বাধীন? কিংবা ‘স্বাধীনতা’ পেয়েছি?
না—কি শৃঙ্খলে বাঁধা, নিজের অজান্তেই?
আমরা কি ভুলে গিয়েছি— আমাদের বাবা-দাদার স্বপ্ন?
কেমন হবে— ‘স্বাধীন’ বাংলাদেশ গড়ার সূর্য?
আজ আমাদের জীবন কেমন; স্বাধীনতার মূল্য কি আমরা দিচ্ছি?
আমরা কি ভুলে গিয়েছি— গরীবের কান্না, শোষিতের চিৎকার?
‘স্বাধীনতা’র অর্থ কি শুধুই নিজের স্বার্থ?
না—কি সবার জন্য সমান অধিকার?
আসো— স্বাধীনতার মূল্য, স্বাধীনতার গান গাই,
‘স্বাধীনতা’র পথে চলি।
আসো— গড়ি একটি ‘স্বাধীন’ বাংলাদেশ,
যেখানে সবাই মিলে ভ্রাতৃত্ব-সৌহার্দ্য-সুষম বন্ধনে আবদ্ধ।