কান্নার ঘরে আড়ি পেতে শুনলাম
সে মুচকি মুচকি হাসছে-
ভাবলাম বুঝি সুখের বাতাস
কিন্তু ভেতরে ব্যথা চাপছে!
খুব কাছে গিয়ে প্রশ্ন করলাম—
“এ কেমন খেলা? এ কেমন ব্যথা?”
সে বলল, “বুঝবে না তুমি,
এ যে বেঁচে থাকার কৌশল মালা।”
অট্ট হাসিমাখা মুখে তাকিয়ে দেখলাম-
চোখের কোণে এক ফোঁটা জল,
বললাম, “বন্ধু, কী হলো তোমার?”
সে বলল, “জীবন দিল এক বিশাল ঠ্যালা!”
বললাম, “কান্না করছো, না হাসছো?
এই নাটক আর কতকাল?”
সে বলল, “ভাইরে, জীবন তো এমনই,
ট্র্যাজেডি না কৌতুক—তা কে জানে বল!”
হাসির ফাঁকে কান্না লুকায় মানুষ
কান্নার মাঝে হাসির ঢেউ-
জীবনটা যেন এক মঞ্চ নাটক,
কেউ দর্শক, আর কেউ নায়ক ভেউ!
কেউ হাসতে হাসতে কাঁদে আবার
কেউ কাঁদতে কাঁদতে হাসে-
এই নাটকের পাণ্ডুলিপি বুঝি,
সৃষ্টিকর্তা অলস দুপুরে লিখে!
#poetry, #BanglaKobita, #HasiKannarDondo #ApelAkbar