এসো কিছু কান্না জমাই— চোখের কোণে,
কিছু বিষাদের ব্যথা পোষি— বুকের বা পাশে;
ঝরে পড়ে ফুল— বকুল
ঝরে পড়ে জল— কান্না।
এসো কিছু স্মৃতি জাগাই— হৃদয়ের গহনে
কিছু হারানো সুখ খুঁজি— অতীতের আঁধারে;
ম্লান হয়ে যায়— চাঁদ
ম্লান হয়ে যায়— প্রাণ।
এসো কিছু গান গাই— বেদনার সুরে
কিছু অশ্রুজল মিশাই— বেদনার সাথে;
ঝরে পড়ে বৃষ্টি— নীল
ঝরে পড়ে গান— অসমাপ্ত।