তিলক হৃদয়ে আছোড় কাটলে
পাপ হয় পাপ— এই সত্য!

হাতে ধর্ম, মনে পাপের বোঝা
কী করে বাঁচবে মানুষের মাঝে?
মন্দির, গীর্জা কিংবা মসজিদ-প্যাগোডায়
কিংবা সৃষ্টির কলোরবে করলে পাপের কাজ—
কোন প্রভূ তোমাকে করবে ক্ষমা?

রক্তের বর্ণ লাল, মানুষই পবিত্রতার চিহ্ন
কিন্তু মনে যদি থাকে কালো ছায়া—
বিবেকের কণ্ঠ শুনবে না কি কখনো?
মানুষ হিসেবে জন্ম নিয়ে,
কেন করবে এমন অপরাধ?

ধর্মের নামে হত্যা, লুটপাট,
মানবতার বিরুদ্ধে যুদ্ধ।
সকল ধর্মের শিক্ষা শান্তি, প্রেম,
কেন তাহলে মানুষের মধ্যে বিদ্বে?

আসো সবাই মিলে— গড়ি এক নতুন পৃথিবী,
যেখানে সবাই সমান, শান্তি-প্রেম-সৌহার্দ্য বিরাজমান।

—আপেল আকবর
আগস্ট ২১, ২০২৪