ভূলাতুর- কবে চাহিনু মুখ!
ডানা ভাঙা পাখি সেও বাঁধে ঘর
অবুঝ শিশু সেও করে খেলা,
তুমি ফিরলে না আর হয়ত নিয়তি
আমি বুঝিনি এ কেমন অবহেলা।
কবে চাহিনু মুখ-
দীর্ঘশ্বাসে চাতর বুক
তৃষ্ণাতুর মানসী, দেখিনু সুখ!
শূণ্যতুর- বিভোর কামিনী অলসতায় ঘুম
জাগ্রত আঁখি খুঁজেনা স্বপ্ন
ছ্ন্নছাড়া জীবন ভাবেনা অগ্র কিংবা প্রশ্চাৎ
শুধু তোমার অকপটায়।
কবে চাহিনু মুখ-
কভু দেখিনু সুখ-
আজও বুঝিনু দুঃখ-
তুমিতো ছিলে আমার প্রমুখ।