কেবল দূরত্বের ঘনত্ব বেড়ে যায়—
একদিন শামুকের ঘরে দুজন ছিলাম।
সেই দিন কত ছোট্ট ছিল ঘর,
কত ঘনিষ্ঠ ছিল দুটি হৃদয়।
আজ বিশ্বময় বিস্তৃত আকাশ,
তবুও মনে হয় কত দূরে তুমি।
সেই দিন ঝড়ের গান গেয়েছিল বাতাস,
আমাদের মুখোমুখি বসে।
আজ শান্ত আকাশে উজ্জ্বল সূর্য,
তবুও মনে হয় কত অন্ধকার।
সেই দিন একই ছাতার নিচে,
ভিজেছিলাম একই বৃষ্টিতে।
আজ দুই আকাশের দুই তারা,
তবুও মনে হয় কত একা।
সেই দিন ছিল একই স্বপ্ন,
একই গানের সুর।
আজ দুই পথের দুই পথিক,
তবুও মনে হয় কত অপরিচিত।
কেবল দূরত্বের ঘনত্ব বেড়ে যায়—
একদিন শামুকের ঘরে দুজন ছিলাম।