হেমন্তকাল— একদিন তোমার ভালোবাসা এত প্রগাঢ় ছিল যে;
পাহাড় সমান অনেক বাধা ডিঙিয়ে চলে এসেছিলে!
আজ হয়ত ভালোবাসা ফিকে হয়ে গেছে—
গোধূলির আলোর মতো দূরে সরে গেছ তুমি;
আমার সময়টা তোমার মতই, মনে হয় এখনও
তুমি নিজেকে রেখেছো নিজের করে
আমি তোমার করে—
কিন্তু ভালোবাসাটা কেন এতটা অস্থির?
হেমন্তের ঠান্ডা হাওায় যেমন ফুল ঝরে পড়ে,
তেমনি তোমার ভালোবাসাও আমার হৃদয় থেকে ধীরে ধীরে ম’রে—
একসময় যে তুমি ছিলে আমার স্বপ্নের পথিক,
আজ তুমি হয়েছো আমার জীবনের অধিকার চুরি করে নেওয়া চর।
আমি তোমার জন্য সবকিছু দিয়েছি,
তুমি আমার কাছে কিছুই রাখনি।
এই হেমন্তের রাতে, একাকী বসে আছি—
তোমার স্মৃতি নিয়ে কাঁদছি।
হয়তো একদিন তুমি বুঝবে—
তোমার এই ভুলের পরিণতি।
তখন আর ফিরে পাবে না আমাকে,
আমি হারিয়ে যাব— চিরতরে।
আমি তোমাকে পাই বা না— পাই
তবু হেমন্তকাল আসুক!