বসন্তের শেষ বিকেলে
শুকনো পাতার বিছানায়
আধো আলোয় তোমার মুখ
হারানো স্মৃতির খেলায়।

যদি দেখা হয়— কী বলবে তুমি?
চোখে চোখ রাখি, কথা হবে কি—  নাকি নীরবতায় ডুবে যাবো দুজনে?
মনে পড়ে সেই দিন
প্রথম দেখা— প্রথম স্পর্শ
হৃদয়ের গভীরে ঝড় উঠেছিল
ভালোবাসার নীলাকাশে জোছনা ঝরেছিল।

কী গোপণ ব্যথায় নির্মম পরিহাসে
ছিন্ন হয়ে গেলো সব
থেমে গেলো স্বপ্নের গান— শুধু রইলো বেদনার অভিশাপ।

যদি দেখা হয়— কী বলবে তুমি?
চোখে চোখ রাখি, কথা হবে কি—  নাকি নীরবতায় ডুবে যাবো দুজনে?

হয়তো তুমি ভুলে গেছো
সেই গল্প— স্মৃতির আলপনায়
হয়তো তোমার হৃদয়ে
আর নেই কোনো তাপ।

তবুও মন কেমন করে
তোমায় দেখার আশায়
বারবার ফিরে যাই— সেই হারানো দিনের পথে।
যদি দেখা হয়— কী বলবে তুমি?
চোখে চোখ রাখি, কথা হবে কি— নাকি নীরবতায় ডুবে যাবো দুজনে?