পায়ের কাঁটা সবাই দেখে
বুকের ব্যথা লুকায় কেউ
নিরব চিৎকারে—

ঘাসফুলের ঘ্রাণে যে বিভোর থাকে
মস্তআকাশ, চাঁদে যে হাত রাখে
সে— শূণ্য মেনে নেয় হাসি মুখে!

শতশরতের নিশীথে অঝর কান্না হয়ে
আমি ফিরে আসি তোমার ব্ন্ধ জানালায়
কার্ণিশে— দেখি কত রূপ!

আজ থেকে সহস্রশতাব্দী প’রে
তোমারে পড়িবে মনে—

—আপেল আকবর
আশ্বিন ১, ১৪৩১