রাতের নিস্তব্ধতায়— নক্ষত্রের ভিড়ে হারিয়ে গেছি;
তুমি কত মহাকাল ধরে খোঁজো না’ক আমায়!
                                —কেন খোঁজো না?

এই নিস্তব্ধ রাত— এই অগণিত তারা,
সবাই চেনে আমার নাম, শুধু তুমি নাকি জানো না!
আমি হারিয়ে গেছি তোমারই স্বপ্নের ভেতর,
তুমি খুঁজে পাও না; আমি আছি তোমারই অন্তর।

আমি তো রয়েছি, তোমার চোখের জলফোঁটা,
তোমার নিঃশ্বাসের মাঝেই— হয়ত হারিয়ে, হয়ত ছুটে।

মহাকালের পথে তুমি হয়তো চলেছো—
তবু আমি জানি, একদিন তোমার চোখে ফুটবে আলো,
তুমি দেখবে আমায়, নক্ষত্রের সেই অদেখা ধ্রুবতারা।

আমি আছি, আমি থাকবো, ঘাসফুল কিংবা পুকুরঘাট হয়ে
রাতের নিস্তব্ধতায়— নক্ষত্রের সেই আলোয়, তোমার অপেক্ষায়!

তবু তুমি কত মহাকাল ধরে খোঁজো না’ক আমায়!
                                     —কেন খোঁজো না?


—আপেল আকবর
আগস্ট ২০, ২০২৪