পরিবর্তন হোক—
একটি লোকালয়ের নাম,
কিংবা নতুন করে লেখা হোক
একটি প্রাচীন ইতিহাস!

আমার নামটিও বদলে যাক,
যাক আমার পূর্বপুরুষের!
যদি তাতে সময় থমকে দাঁড়ায়,
যদি তাতে নিয়তি হাসে!

এই ঘূর্ণায়মান পৃথিবীতে,
পরিবর্তন হোক প্রতিদিন—
কালো থেকে সাদা,
অথবা সত্য থেকে মিথ্যা!

তবে যদি সত্যই হয় মিথ্যা,
আর মিথ্যাই হয় একদিন সত্য,
তবে কেন এই পরিবর্তন?
কেন এই ভাঙাগড়ার ব্যথা?

পরিবর্তন আসুক, আসতেই হবে—
তবে কি আমরা জানি,
কী হারাবো? কী পাবো?
নাকি শুধু বয়ে যাবো,
অপরিচিত এক ভবিষ্যতের দিকে?