কী সুখের অসুখ বেঁধেছে স্বপ্ন ডানায়
কী শোকে বিহ্বল নেশা সাঁজ বেলায়
-আমি কি একেলা?
কী কারণে সফেদ দেয়ালে স্মৃতি
কী মহিমায় স্তব প্রশান্তির গতি
-তুমি কি একেলা?
দু’জনের বারান্দায় অতল কুয়াশার ভিড়
পাতাবার ভাজে যেটুকু জোছনা পড়ে
সবি তোমার ঠোঁট আর চোখের পড়িতে ভেজা
এখনো কবিতাদ্বয়ে শুভ্র চিলের ছোঁয়া
আমি পরাভূত তোমার নখের আছড়ে!
দু’জনের কথোপকথন বিস্তর, অমীমাংসিত পথ
ছায়া কালো প্রহরে সময় ক্ষতবিক্ষত, পরাজিত শাসন
আমার কণ্ঠনালী তে ভয় আর হাতে চাবুকে কড়া
এখনো রক্তপ্রবাহের স্যাঁতসেঁতে হিম ঘরের আঁতুআঁতু
তুমি মহিমান্বিত আলেয়ার আলোতে!
কোন খেয়ালে হলদে বিকেল আলোয়
কোন হৃদয়ের বাসনা পূর্ণ মুকুট সংসার
-আমি কী একেলা?
কোন বাঁধনে খোলা চুল এলোমেলো
কোন বিধানে স্পর্শ আজ সুখযন্ত্রণাময়
-তুমি কী একেলা?