আহা— আলো
কত আঁধার ভেদ করে তুমি দেখাও— জীবনের পথ,
তুমি কত সুন্দর, আঁধারের গভীরে জ্বলে ওঠা তোমার জ্যোতি!
তুমি দেখাও— জীবনের পথ কতটা লম্বা,
কত বাঁক, কত খাঁজ, কতটা কঠিন।
তুমি আমায় দেখাও— জীবনের সত্য,
মিথ্যে, ধোঁকা, আর ভালোবাসা।
আহা— আলো, তুমি অন্ধকারের শত্রু
তুমি জীবনের রং বদলে দাও,
তুমি আমাকে দেখাও— মানব জনম,
কতটা সুন্দর, কতটা বিচিত্র।
আহা— আলো, তুমি আমার সঙ্গী
তুমি সত্য, তুমি সুন্দর, তুমি প্রাণ,
তোমার আলোয় মিশে যাই আমি— নিরন্তর।
—আপেল আকবর
আগস্ট ১৯, ২০২৪