আমি হারিয়ে যেতে পারবাে না জেনেও
ওই দিগন্ত আমার বন্ধু হলাে,
আমায় ভালােবাসা যায় না তবুও
ভালােবাসা আমায় সঙ্গ দিলাে।
কখনাে পথিক হতে না পারলেও
জীবনপথেই হাঁটতে হলাে,
চাঁদ আমার হতে পারবে না জেনেও
জ্যোৎস্নায় আমায় ভিজিয়ে দিলাে।।