বয়েস বোধহয় আমার সাত হবেক,
বাবাকে দেখিনি কোনোদিন--
মা বলেক বাবা নাকি পরমেয়ের সাথেভিনগ্রামে ঘর বেঁধেছে,
মায়ের সাথে ভিক্ষা করি,
পড়াশুনাটা হয়নাই আমার,
কেলাস টুতে অ আ লিখতে পারিনাই,
ছেড়ে দিয়ে ভিক্ষা করি
|
মায়ের অসুখ বড়ো-পেটের অসুখ,
ভিক্ষা করি ট্রেনেট্রেনে
||
এই জামাটা চৌমাথার মোড়ে পড়েছিল,
পরেনিলাম|
শরীর আমার বড্ড নোংরা চান করি না ত,
বড্ড অভাব আমাদের|
ভিক্ষে করি শুধু
কেউ করে অবহেলা,কেউ করে করুণা--
মায়ের রোগটা সারবে তো??
টাকা জমাই রোজ রোজ|
মা যে আমার খুব দুঃখী...
আমি ও অসুস্থ,পা টেনে টেনে খানিক চলি|
বাবুরা কেউ টাকা দেন,কেউ খুচরো
কেউ আবার তাচ্ছিল্যও করেন,,,,
অনেকে হাসাহাসিও করেন নিজেদের মধ্যে------
অনেকে আবার বলেন আমার নাকি ডেনড্রাইটের নেশা আছে,
না গো বাবুরা,
আমার মা না বড়ো অসুস্থ.....
অমন করে হাসবেন না বাবুরা,
কষ্ট হয়--চোখে জল আসে
আপনাদের সামনে ভয়ে কাঁদতে পারিনা,,,
সেটাকেও আপনারা অভিনয় ভাববেন---
দোহাই আপনাদের ,
পায়ে পড়ি|
ট্যাকা দিতে জোর করি না তো,হাসেন কেন তালে,,,
নেশা আমি করি না গো
মায়ের আমার বড়ো রোগ|
কাজ করতে পারি না বাবু,
আমার শরীর সায় দেয় না|
অমন করে হাসবেন না বাবু,
হাসবেন না||