গ্রামের অনতিদূরে কুলুকুলু বয়ে চলা নদী|
ভোরের আলোর স্পর্শে
চিকচিক ঢেউয়ের তরঙ্গে
নদী এগিয়ে চলে আপন বেগে|
দুপুরে
সূর্য যখন মধ্য গগনে
নিস্তব্ধ পরিবেশে ধীর,স্থির নদী,
নদী এগিয়ে চলে আপন বেগে|
অস্তমিত সূর্য যখন পশ্চিমাকাশে
গোধূলীর রঙে রঙীন প্রকৃতি--
মানুষের ভীড়,বাড়ে কোলাহল
শোনা যায় পাখির ডাক|
মুখরিত হয় নদীর পাড়|
নদী এগিয়ে চলে আপন বেগে|
সন্ধ্যা শেষে
হারিয়ে যায়--মানুষের কলরব,
থেমে যায়--পাখির ডাক|
নদী এগিয়ে চলে আপন বেগে|