ভূতের কথা যে যাই বলুক
ভূতের নাই ঠিকানা;
ভূতের ভয়ে মানুষেরা সব
দেখছে ভূতের চেহারা,
মামদো ভূতের গল্প যেসব
আস্ত ঘোড়ার ডিম;
ওসব কথায় কান দিও না
তুমি কোনো দিন|
মামদো ভূত আর ছিচকে ভূতের
শোনাও যত গল্প;
ভূত বলে আর কিছুই নেই
ওসব মিথ্যে কথা তো,
কদমতলার মাঠের দিঘি
ঐ যে তাল গাছে;
সবাই বলে ওখানে নাকি
ভূতেরা গল্প করে,
রাতের বেলায় গাছের ওপরে
বসে থাকে যে ওরা;
লম্বা লেজটা ঐ যে দুলছে,
ভূতেরই পা ওটা|
একদিন তাই দেখতে গেলুম
ভূত কে বা কারা?
কাদের ভয়ে মানুষেরা আর
যায় না ওই পাড়া|
নিশুতি রাত,পাড়া নিঝুম
ভূত কোথায় থাকে?
দেখতে পেলাম ভূত নয়;
থাকে যে ওই গাছে,
রাতের বেলায় আরাম করে
বাঁদরেরা সব ওখানে;
লেজ দুলিয়ে বসে থাকে
মানুষ ভয় পায় যে,
এমনি করে মানুষেরা সব
গল্প ফাঁদে ভূতের,
ভূত তো আজ কোথাও নেই;
মিথ্যে গল্প মানুষের|