ঠিক এইখানে ,,হ্যা ঠিক এইখানে গাছের ছায়া ছিল
না কৃষ্ণচূড়া তখন ও ফোটে নি
গাছের তলায় দাড়িয়ে দুজনে
চোখে চোখে হেসেছিলেম
ওর চোখ আর ও গভীর হয়ে উঠেছিল
বোধ হয় আর ও কাছে আসার সাধ হয়েছিল সেইক্ষণে
হাতে হাত একটু যেন অন্য রকম অনুভূতি
ঠান্ডা সে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেলে
আমার ভালোবাসা চলে গেল
আমাকে অনেকটা পেছনে ফেলে
হ্যা,,ঠিক এইখানে আমি আমার ভালোবাসা দাড়িয়েছিলাম
এইখানে এই পথেই বোধ হয় ভালোবাসা লাশ হয়েছিল
আমি কখনো আস্তে পা ফেলে হাটি
আবার কখনো লুকিয়ে দেখি গাছের ছায়ায়
ভাবি কেউ হয়তো খুঁজবে আমায়
মনে হয় ভালোবাসা যেন পিছু থেকে ডেকে যাবে আমায়
চারিদিকে ভীষন রোদ
প্রকান্ড বিধ্বস্ত চরাচরের ভেতর থেকে
হয়তো আমার জীবনবোধ হঠাৎ জেগে উঠবে
শরীর থেকে প্রাণ চলে গেলে লাশ থাকে
লাশ পঁচে গেলে থাকে হাড়
আর সেই হাড় হারিয়ে গেলে আর কী থাকে.?
বলো আর কী থাকে.?
তবু কেন আমাকেই ফিরতে হয় বারে বারে