কর্তব্যের ছলনায় তুমি
প্রেমকে উপোষ করিয়ে মারলে
জীবন কী অন্তহীন....?
যৌবন কী অফুরাণ..........??
স্বার্থপরতার দূর্গ থেকে বেড়িয়ে
কর্তব্যের আকাশের নীচে এসে দাড়ালে
আমি অপেক্ষা করতেই পারি
তাতে আমার মহিমা সামান্যই বাড়ে
তোমার মহিমা তাতে একেবারেই ছাড়ে
নিজের জায়গা নিজে করে নিতে হয়
এই হলো পৃথিবীর শিক্ষা
দূরত্বের মাপকাঠিতে
সম্পর্কের পারদ ওঠে নামে
স্মৃতির পলেস্তেরায়
রঙের পর রঙ চড়ে
রঙ চড়তে চড়তে পুরু হয়ে
শেষে পলকা হাওয়ায় ধ্বসে পরে
আজ তোমার অপেক্ষার পথে দেখি
উচ্ছিষ্ট পাতের নরককুন্ডু
আমি এক টুকরো চটকানো লেবু
কোনখানেই বা আছে স্বর্গীয় হাওয়া..?
কাক হায়নারা হাসে কথা কয়
তবু যে জল-আয়নার মাঝে
পৃথিবীর ছায়া দেখেছিলাম
আজ সে জল-আয়না প্রখর রোদে শুকিয়ে গেছে
মাথায় যে একটা সাদা চুল উকিঁ মারছে
ওই সাদা চুল বলে দিল সবটাই ছিল "মায়ামৃগ"