শৈশবটা কেটে যায় খেলা
আর খেলায় নেশায়
কিশোরীবেলাটা নতুনকে
জানার ইচ্ছায়
মনে প্রশ্নবোধক জিজ্ঞাসা


প্রথম লুকিয়ে সুখটান
ধীরে ধীরে সুখের নেশা
স্বরস্বতী পূজায় কাউকে
প্রথম ভালোলাগা
ভালোলাগা তখন চোখের নেশা


প্রথম প্রেমে আঘাত
অবষাদ ভুলতে মদ্যপান
অথবা একলা ঘরে অরণ্যে রোদন
মাথা ঝিমঝিম ঘুমঘুম দেবদাস
সুরাই তখন ভরসা

প্রথম ব্রেকআপ এর প্রতিশোধ
আরও ১০ টা প্রেমের খেলা
খেলতে খেলতে খেলাটা
নিদারুণ শারীরিক নেশা
যৌবন শেষে একঘেয়েমি, হতাশা

চাই এবার পুতুল খেলাঘর
চেখে চেখে জিভ্ সারহীন
শেষে রুমাল কেটে জামা
পুতুল পতুল খেলাঘরে
চাই বংশধর, চাই সংসার,চাই বাসা

সংরার অসার আফশোষ অবষাদ
শুরু হল আবার ভালো থাকার নেশা