একদিন হঠাৎ দেখা হয়ে গেল
আমার কল্প ব্যক্তিত্ত্বের সাথে
যিনি আমার প্রিয় অধীশ্বর,,
যাকে দৈহিক জীবনে পেলাম না.
না কোনো অভিযোগ মনে আসে নি
মনে মনে তার স্পর্শ অনুভব করি
শুধু চোখের দেখা
ভালবাসার শক্তি অসীম
তার আকর্ষণ মৃত্যূর মতো অনিবার্য্য
চুরি হল মনের নিষ্পাপতা
ফুলসজ্জায় স্পর্শেই সমস্ত উৎসাহ স্তিমিত হয়ে এল
যে আলিঙ্গন আমাকে নিষ্পেসিত করল সে আলিঙ্গনে বুঝলাম
আমার অশান্ত আত্মার সহচর এ নয়
আমার মনটা দিতে পারলাম না
সেজন্য তার দুঃখবোধ ছিল না
কিন্তু আমার ছিল
তার প্রতি আমার আর্কষণ শিথীল হলো
দোষ তার নয়,,দোষ আমার,,আমি অদ্ভুত
যখন সে জড়িয়ে ধরল.
মৃত্যুর মতো এক হিমশীতল স্পর্শ
যেন লক্ষ লক্ষ সাপ আমাকে পেঁচিয়ে ধরল
আর সে একটু ক্লান্ত ঘন সঙ্গমের পর
এলিয়ে পরেছে অগোছালো বিছানায়
সে নিশ্চিত হল সে এখনো Impotent হয়ে যায় নি
সার্থক হল তার Ego..
চুরি হল এক কৌমার্য
তবুও আকাঙ্খায় শরীর কাঁপে,
,আবেগের দোলায় যায় ভেসে
পরিণত এক নস্টনীড় কলঙ্কিত চাদঁ
মনে মনে ভাবি ছলনার রাশি হল সংসার
আমি তোমাদের ছলনা গ্রহন করলাম
কর্তব্যের মুখের দিকে তাকিয়ে ভাবি ,,
এইতো আমার প্রেমিকের মুখ.
যে প্রেম আশ্রয় হারিয়ে আজ দিশেহারা হয়ে মরেছে
সন্তানের মুখে চুমু খেয়ে ভাবি
তার অগাধ ভালবাসা আর বিশ্বাসকেই চুম্বন করলাম
তিনি তো সতত হৃদয়েই আছেন.
তবুও চকিত দেখায় আবার হৃদয় উদ্বেল হয়ে ওঠে.
হে আমার অশান্ত আত্মা শান্ত হও,,স্তব্ধ হও
একটুখানির জন্য ভুলে যেতে দাও
যা কিছু হৃদয়ের কথা
সমাজে তা আজ অশ্লীল সামাজিকতা