(১)------ছোট ছোট ভাই বোন একি সাথে বড় হয়ে উঠি বাবার আশ্রয়ে ! .
১২ ক্লাস পাশ করার পর ভুগোল অনার্স নিয়ে পড়বো ঠিক করলাম,
কিন্তু কলেজ টা একটু দূরে,, তাই বাবার নির্দেশ---- " না অত দূরে একা একা যাতায়াত করতে দেওয়া যাবে না "
বললাম তাতে কি কত মেয়েরাই তো যায়.. (অথচ একি বাড়িতে আমার দাদা বাড়ি থেকে অনেক দূরে মেস বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে )
মেস বাড়িতে(হস্টেল) এ থাকলে নাকি মেয়েরা খারাপ হয়ে যায়
(২)-------এদিক-ওদিক চেষ্টা চালিয়ে যাচ্ছি গোপণে যদি কোনো সরকারী চাকরি পাওয়া যায় !
হঠাৎ ভাগ্য খুলে গেল ,,পুলিশ এর চাকরি
কিন্তু ছয় মাস ট্রেনিং এ বাড়ির বাইরে থাকতে হবে !
সঙ্গে সঙ্গে নাকচ হয়ে গেল
বাড়ির বাইরের জগৎ টা না কি মেয়েদের জন্য শেয়াল কুকুর ফাঁদ পেতে বসে আছে
(৩)-------- মেয়ের এই বাঁদরামো সহ্য না করতে পেরে নতুন আশ্রয়ে গুঁজে দেওয়া হল তাকে !
স্বামী একরাত বাড়ি না থাকলে একা রাত কাটানো যাবে না ,,
হয় বাপের বাড়ি গিয়ে থাকতে হবে নয়তো সঙ্গে মহিলা অভিভাবক নিয়ে ঘুমতে হবে ,,
নাহলে শেয়াল কুকুর বাড়িতে হামলা করবে
বলতে পারেন এই শেয়াল-কুকুর কারা ??
(না সুখের ছন্দের কবিতা নয়,,, কিছু বাস্তব অসুখ )