মনের ছবি মনের ভিতর ইচ্ছামত দোলে
স্বপ্নের সেই প্রাণভোমরা কেউ কী ভুলতে পারে
সোনাগলা ভোরবেলা দরজায় দাড়িয়ে
সুরেলা বৃষ্টি এসে ভেজা হাত দেয় বাড়িয়ে
যেখানে যেটুকু পাই আমগাছে আলো
দুচোখ ভরে দেখে যাই লাগে অসীম ভালো
চোখ মানে চোখের ভিতর,,থাকি চোখ বুজে
হাতড়ে বেড়াই অন্তরে অন্তরে কেবল তারে খুজিঁ
সময় চলে যায় কী বা যায় আসে
রোদ্দুর কথা বলে জানালার কাছে
ইচ্ছা আমার রাজা হয়ে মনের ভিতর নাচে
স্বপন ভেলায় পাড়ি দিয়ে তারে পাই কাছে
ইচ্ছা আমার স্বাধীণচেতা ,,দুনিয়া কে থোরাই পরোয়া
ইচ্ছা পুরণ হলো আমার তারে নিয়ে স্মৃতির পথে যাওয়া