আজ না হয় তসলিমার মতই
একটু নিজের দিকে তাকালাম

শরৎবাবুর নায়িকার মত অশ্রু না ঝরিয়ে
না হয় আজ নিজের অধিকারটা বুঝে নিলাম

প্লেটনিক প্রেম করে করে হেঁজে যাওয়া ঠোঁটে
তোর গালে চুমুর দাগে না হয় মাংসাশী হলাম

মোনালিসার হাসি লটকে রেখে চোঁয়াল ধরে এল
আজ না হয় প্রেমের পোষাক খুলে ন্যুড মডেল হলাম

আজীবন বল তোর কি ধর্ষক হতে মন চায়
ক্ষতি কি বল যদি একদিন আমি ধর্ষণ করলাম

আজ না হয় তসলিমার মতই নিজেকে ভাবি
যদিও শুধু নামটাই বহন করলাম



(বিছুটি পাতা কবির আজকের কবিতায় অনুপ্রাণিত হয়ে লিখে ফেললাম)